Thursday, May 14, 2009

স্যামসাং আই ৬৩৭ সাথে আরো অনেক নতুন ফিচার।


স্যামসাং আই ৬৩৭ খুব শীঘ্রই মার্কেটে আসছে সাথে আছে আরো নতুন নতুন অনেক ফিচার। এ রকম একটি মোবাইল সেটের জন্য যুগ যুগ ধরে অপেক্ষা করা যায়।
উইন্ডোজ ৬.১ মোবাইল ভার্সন এর অপারেটিং সিস্টেম যেটা খুব সহজেই ৬.৫ ভার্সনে উন্নিত করা যাবে। এই মোবাইল সেটে রয়েছে ২.৪ ইঞ্চি পর্দা যাতে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন খুবই সাচ্ছন্দে। ওয়েব ব্রাউজিং, মেইল চেক,মেইল পাঠানো, নিউজ পেপার পড়া ইত্যাদি কাজে স্যামসাং এর এই হ্যান্ডসেট হতে পারে যে কারো জন্য একটি আইডিয়াল মোবাইল সেট। এতে আরো রয়েছে এজ, জিপিআরএস, পুস মেইল, চলতি পথে দেখে নিতে পারেন আপনার কোন পিডিএফ ফাইল অথবা ওয়ার্ড ফাইল। এমপি৩, এমপি৪ এ পুড়ো পর্দা জুড়ে ভিডিও দেখার মজাই আলাদা। full QWERTY keyboard এর অন্যতম একটি বাড়তি সুবিধা। যারা ক্যামেরা ব্যবহারে অভ্যস্ত তাদের জন্য রয়েছে ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা যার তোলা ছবি যে কোন ডিজিটাল ক্যামেরার মতই উজ্জ্বল আর ঝকঝকে ।

No comments: